BrainForward-এ স্বাগতম। আমাদের ওয়েবসাইট, সেবা বা কোর্স ব্যবহার করার মাধ্যমে আপনি এই শর্তাবলী মেনে চলতে সম্মত হচ্ছেন। দয়া করে মনোযোগ দিয়ে পড়ুন। এই শর্তাবলী ব্যবহারকারীর অধিকার, দায়িত্ব এবং BrainForward-এর নীতি নির্ধারণ করে।
১. কোর্স এবং সাবস্ক্রিপশন
BrainForward-এর সমস্ত কোর্স এবং সাবস্ক্রিপশন শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়।
১.১ নিবন্ধন এবং পেমেন্ট
ব্যবহারকারীরা অবশ্যই ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী কোর্স বা সাবস্ক্রিপশনে নিবন্ধন ও পেমেন্ট করবেন। সকল পেমেন্ট নিরাপদ এবং আমাদের নির্ধারিত পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সম্পন্ন করতে হবে।
১.২ অনুমোদনবিহীন ব্যবহার
কোনো কোর্স, ভিডিও, ডকুমেন্ট বা অন্যান্য সামগ্রী অনুমোদনবিহীনভাবে ব্যবহার, বিতরণ বা কপি করা কঠোরভাবে নিষিদ্ধ। এর ফলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।
২. ব্যবহারকারীর দায়িত্ব
২.১ অ্যাকাউন্ট নিরাপত্তা
ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টের লগইন তথ্য (ইউজারনেম, পাসওয়ার্ড) নিরাপদ রাখতে বাধ্য থাকবেন। কোনো অপ্রত্যাশিত কার্যকলাপের জন্য অ্যাকাউন্টের মালিকই দায়ী থাকবেন।
২.২ আইনসম্মত ব্যবহার
আপনি সম্মত হন যে ওয়েবসাইট বা সেবা কোনো অবৈধ, অনৈতিক বা অনুমোদনবিহীন উদ্দেশ্যে ব্যবহার করবেন না। উদাহরণস্বরূপ, অন্য ব্যবহারকারীর তথ্য চুরি করা, সিস্টেমে অননুমোদিত অ্যাক্সেস চেষ্টা করা বা কপিরাইট লঙ্ঘন করা।
৩. বাতিল এবং ফেরতের নীতি
কোর্স বাতিল এবং ফেরতের ক্ষেত্রে আমাদের ফেরত নীতি প্রযোজ্য।
৩.১ বাতিলের সময়সীমা
ব্যবহারকারীরা নীতিতে নির্ধারিত সময়সীমার মধ্যে কোর্স বাতিল করতে পারবেন। সাধারণত কোর্স শুরু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বাতিল করলে সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হয়।
৩.২ প্রক্রিয়া
ফেরত, যদি প্রযোজ্য হয়, আমাদের নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রক্রিয়াজাত করা হবে। আবেদন পাঠানোর সময় অবশ্যই আপনার নাম, ইমেইল, কোর্সের নাম এবং পেমেন্টের তথ্য উল্লেখ করতে হবে।
৪. কনটেন্টের স্বত্বাধিকার
BrainForward-এর সমস্ত কনটেন্ট, যেমন টেক্সট, ভিডিও, ছবি, অডিও এবং অন্যান্য ডিজিটাল সামগ্রী কপিরাইট ও বৌদ্ধিক সম্পত্তি আইনের দ্বারা সুরক্ষিত।
৪.১ কপিরাইট এবং ব্যবহার বিধি
ব্যবহারকারীরা BrainForward-এর লিখিত অনুমতি ছাড়া কোনো কনটেন্ট কপি, পুনরুৎপাদন, বিতরণ বা ডেরিভেটিভ কাজ তৈরি করতে পারবেন না। এই নিয়ম লঙ্ঘন করলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
৫. সীমাবদ্ধতা
BrainForward কোনো প্রকার প্রত্যক্ষ বা পরোক্ষ ক্ষতি, দুর্ঘটনাজনিত বা ফলস্বরূপ ক্ষতির জন্য দায়ী নয় যা আমাদের সেবা ব্যবহার করার কারণে হতে পারে।
৫.১ তথ্যের সঠিকতা
আমরা সঠিক এবং হালনাগাদ কনটেন্ট প্রদানের চেষ্টা করি। তবে সম্পূর্ণ নিরবচ্ছিন্ন এক্সেস বা তথ্যের সম্পূর্ণ সঠিকতার নিশ্চয়তা দিতে পারি না।
৬. শর্তাবলীতে পরিবর্তন
আমরা যে কোনো সময় এই শর্তাবলী পরিবর্তন করার অধিকার রাখি। বড় কোনো পরিবর্তন হলে ব্যবহারকারীদের ওয়েবসাইট বা নিবন্ধিত ইমেইলের মাধ্যমে অবহিত করা হবে। সেবা ব্যবহার অব্যাহত রাখলে আপডেটকৃত শর্তাবলী মেনে নেওয়া হবে।
৭. গোপনীয়তা
BrainForward ব্যবহার করার সময় আপনার তথ্যের ব্যবহার এবং সংরক্ষণের জন্য আমাদের Privacy Policy প্রযোজ্য। এটি ব্যাখ্যা করে যে আমরা কীভাবে আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ, ব্যবহার এবং সুরক্ষিত রাখি।
৮. আইন এবং এখতিয়ার
এই শর্তাবলী বাংলাদেশের আইন অনুযায়ী পরিচালিত হবে। BrainForward-এ সেবা ব্যবহারের কারণে উদ্ভূত কোনো বিরোধ বাংলাদেশের ঢাকার আদালতের এখতিয়ারে সমাধান করা হবে।
৯. যোগাযোগ
যদি আপনার এই শর্তাবলী বা সেবার ব্যবহার সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে, আমাদের সঙ্গে যোগাযোগ করুন:
- ইমেইল: support@brainforward.com
- ঠিকানা: তেলিহাটি, শ্রীপুর, গাজীপুর, বাংলাদেশ
