ব্যবসা মানে প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ, যেকোন বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া, ইনভেস্টমেন্ট প্ল্যান করা, টিম ম্যানেজমেন্টসহ আরো কত কী। এসব কিছু সামাল দিতে প্রয়োজন আপনার প্রয়োজন তীক্ষ্ণ ব্রেইন এবং Anti-Fragile মানসিকতা। তাহলেই আপনার ব্যবসা সঠিকভাবে পরিচালনা করতে পারবেন।
Brain Training for Businessmen কোর্সের মডিউলটি বিশেষভাবে উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য সাজানো হয়েছে, যেখানে থাকছে অ্যাডভান্সড লেভেল এর বায়োহ্যাকিং এক্সারসাইজগুলো। যেমন:
- Neuro Gymnastics
- Finger Movement Drills
- Anti-Fragility Exercises
- Focus, Memory & Decision-Making Techniques
এই কোর্সটি আপনাকে যেভাবে হেল্প করবে:
- মনোযোগ ও ফোকাস আরও গভীর হবে।
- স্মৃতিশক্তি বাড়বে এবং দীর্ঘস্থায়ী হবে।
- সৃজনশীল চিন্তাশক্তি বিকশিত হবে।
- সমস্যা সমাধানের দক্ষতা বাড়বে।
- আপনার চাপ বাড়লেও স্ট্রেস ফিল হবে না।
- ব্রেইন পারফরম্যান্স বাড়বে।
- আপনার ব্রেইনকে নিয়মিত চ্যালেঞ্জ জানাতে পারবেন।
- আপনার আত্মবিশ্বাস বাড়বে।
